মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

রূপসায় পাওনা টাকা আদায় করতে গিয়ে মাংস ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক

পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করলেন এক মাংস ব্যবসায়ী। নিহত মাংস ব্যবসায়ীর নাম আরিফ (২৬)। শুক্রবার সন্ধ্যায় খুলনা
জেলার রূপসা উপজেলার সেনের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১০টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে আরিফকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে শাহীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনের নাম পাওয়া যায়নি।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, খুলনা সদর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র আরিফ (২৩)  নামে এক যুবক সন্ধ্যায় রূপসা উপজেলার সেনের  বাজার এলাকায় রুবেলের মাংস দোকানে আসে। ব্যবসায়ী আরিফ রুবেল কসাই এর কাছে দীর্ঘদিন ধরে মাংস ক্রয় বিক্রয় করে আসছিল। লেনদেনে আরিফ ২ লক্ষ ৫০ হাজার টাকা রুবেলের নিকট পাওনা হয়। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রুবেল ও আরিফের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আরিফকে প্রতিপক্ষরা ধারালো চাপাতি দিয়ে মাথায় সজোরে আঘাত করে।

এ ব্যাপারে রূপসা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, জুয়ের ও রুবেল নামের দুই ভাই আরিফকে আক্রমণ করেন। তিনি মারা গেছেন। দুই ভাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন