মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনায় বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন গফ্ফার ফুড বালির ঘাট থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনা খানজাহান আলী থানা পুলিশ নৌ পুলিশকে খবর দিয়েছে। মরদেহটি পুরুষ না মহিলার তা জানা যায়নি।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, বিকেলে নদীতে জোয়ারে পানির স্রোতে বস্তাবন্দি মরদেহ ভেসে ন’পাড়ার দিকে যাচ্ছিল। গফ্ফার ফুড বালির ঘাটে রাখা একটি বাশে বেধে যায় ওই বস্তাটি। তখন স্থানীয়রা বস্তার ভেতর থেকে পায়ের গোড়ালি বের হয়ে দেখতে থেকে পুলিশে খবর দেয়। স্থানীয়রা বাশের সাহায্যে বস্তাটি ঘাটে উঠায়। মরদেহ থেকে প্রচুর দুর্গন্ধ বের হওয়ার কারণে বস্তাটি খুলতে পারেনি স্থানীয়রা। মরদেহ উদ্ধারের বিষয়টি নৌ-পুলিশকে জানানো হয়েছে। তারা এর ব্যবস্থা নিবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন