মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীর বয়রা পূজাখোলায় আগুনে পুড়েছে ৬টি দোকান

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর পূজাখোলা এলাকায় আগুনে পুড়েছে ৬টি দোকান। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় লোকজন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বয়রা পূজাখোলা এলাকায় লেপ-তোষক তৈরির একটি দোকানে আগুন লাগে। মুহুর্তের মধ্যে তা পাশের এলপি গ্যাস বিক্রির দোকানসহ ৪-৫টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে লেপ-তোষক তৈরির দোকান, এলপি গ্যাস, জ্বালানি কাঠ বিক্রির দোকানসহ ৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুলনা ফায়ার সার্ভিস অফিসের কন্ট্রোল সূত্রে জানা যায়, সংবাদ পেয়ে ১টার দিকে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। ১ টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মো. মতিয়ার রহমান বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। সেখানে পাশাপাশি ৩টি দোকান ছিল। একটি পেট্রোল, ডিজেল, অকটেন ও মবিলের দোকান, একটি তুলার দোকান ও আরেকটি কাঠের দোকান। পরে ক্ষতি ও আগুনের সূত্রপাতের বিষয়ে তদন্ত সাপেক্ষে জানানো যাবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন