মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

হাদিসপার্কে জেলা বিএনপি’র জনসভা আজ, প্রধান অতিথি হাফিজ উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে জনসভা করবে খুলনা জেলা বিএনপি। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিতব্য এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম ও খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সভাপতিত্ব করবেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন