মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

রূপসায় ৯টি ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে ৯টি ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার রুপসা উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে রূপসায় ৯টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় রুপসার অগ্রণী ব্রিকসকে ২ লাখ টাকা, মুন ব্রিকসকে ২ লাখ টাকা, নিশান ব্রিকসকে ২ লাখ টাকা, রোজ ব্রিকসকে ৪ লাখ টাকা, সিটি ব্রিকস-১ কে ২ লাখ টাকা, সিটি ব্রিকস-২ কে ২ লাখ টাকা, এলএসবি ব্রিকসকে ২ লাখ টাকা, এমএনএস ব্রিকসকে ২ লাখ টাকা এবং আজাদ ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষায় খুলনা জেলায় ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। এসময় রূপসা উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, রূপসা থানা ও নৌ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এম মিলন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন