মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

১০ ভরি স্বর্ণের বারসহ যুবক আটক

গেজেট ডেস্ক

নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে সোমবার রাতে প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণের বারসহ গোবিন্দ চন্দ্র দাস (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

গোবিন্দ চন্দ্র দাস শরিয়তপুরের চন্দনকর রুদ্রগড় ইউনিয়নের যুগল চন্দ্র দাসের ছেলে।

 

কেএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার রাতে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গোবিন্দ চন্দ্র দাস (৩৮) কে ২ পিস (ওজন ১০ ভরি) স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করেছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১২ লাখ ৭০ হাজার টাকা। এ সংক্রান্তে তার বিরুদ্ধে লবণচরা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। একইসাথে স্বর্ণের উৎস এবং এর সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন