মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২
ব্যবসায়ী, বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সাথে মতবিনিময়

পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে কেএমপির নতুন উদ্যোগ

গেজেট ডেস্ক

জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে গিয়ে পুলিশের প্রতি তাদের প্রত্যাশার কথা শোনার জন্য বিভিন্ন কমিউনিটির সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

লবণচরা থানাধীন সাচিবুনিয়া স্কুল ভিটায় মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ব্যবসায়ী, বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু মতবিনিময় করেন। তিনি পুলিশের কাছে জনগণের প্রত্যাশার পাশাপাশি জনগণের কাছে পুলিশের প্রত্যাশার বিষয়ে আলোচনা করেন।

সমাবেশে উপস্থিত কয়েকজন তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন