মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় স্কুলছাত্রের মৃত্যুতে প্রেমিকার দুই মামা আটক

গেজেট ডেস্ক 

খুলনার ডুমুরিয়ায় স্কুলছাত্র স্বাধীনের (১৪) মৃত্যুর ঘটনায় প্রেমিকার দুই মামাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এর আগে, রোববার বিকেলে ঘরের আড়ায় ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্বাধীন উপজেলার শাহপুর গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে।

আটকরা হলেন উপজেলার বিল পাটেলা গ্রামের জহুরুল সরদারের ছেলে শামীম সরদার (২৬) ও টিটু সরদার (২৪)।

এদিকে, স্বাধীনের মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে প্রচার হলেও তার মা রোকসনা বেগম থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনি জানান, পাশের এক মেয়ের সাথে প্রেমের সূত্র ধরে স্বাধীন কয়েকদিন আগে মারধরের শিকার হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, আটক ব্যক্তিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন