মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চিংড়িতে অপদ্রব্য পুশের সময় হাতেনাতে ধরা পড়লো তিন হোতা

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনীর নেতৃত্বে ভোক্তা অধিকার ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রোববার রাতের অন্ধকারে দরজা বন্ধ করে চিংড়ি মাছে জেলি পুশ করার সময় দেড় মন মাছ জব্দ করে। নতুন বাজার লঞ্চ ঘাটে চিংড়ি আড়তে অভিযান চালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে পুশ করা মাছ, জেলি ভৈরব নদীতে ফেলে দিয়ে ধ্বংস করা হয়।

যৌথ বাহিনী জানিয়েছে, খোলা বাজার ও বিদেশে রপ্তানী করার জন্য চিংড়ি প্রসেসিং কোম্পানীতে সরবরাহের জন্য মাছের ওজন বৃদ্ধি করতে গোপনে বদ্ধ ঘরে সিরিঞ্জ দিয়ে জেলি ও সাবু পুশ করা হচ্ছিল।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা ৬০ কেজি পুশ করা চিংড়ি মাছ, ২১টি সিরিঞ্জ, ৩টি জেলি মিকচার মেশিন, ১০ পাত্রে মিকচার করা জেলি, ৭ প্যাকেট জেলি পাউডার উদ্ধার করে। এ ঘটনায় জড়িত মুল হোতা আবুল কালাম, মো. রবিউল ও খোকন হাওলাদারকে আটক করে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন