বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার প্রধান সহকারীর বিরুদ্ধে তদন্ত

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার প্রধান সহকারী মোঃ নাছিমুল হক গাজীর বিরুদ্ধে নানা দুনীর্তির অভিযোগ উঠেছে। তার দুর্নীতির তদন্তে খুলনা জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয় খুলনার সংস্থাপন শাখার উপপ্রশাসনিক কর্মকর্তা মোঃ কবির হোসেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব বরাবর মোঃ নাছিমুল হক গাজীর বিরুদ্ধে একটি দুনীর্তির অভিযোগ দায়ের করেন। তার বিরুদ্ধে অভিযোগ মোতাবেক জেলা প্রশাসক খুলনাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জেলা প্রশাসক খুলনা সহকারী কমিশনার ভূমি সদরকে তদন্তের জন্য নির্দেশ দেন। নির্দেশ অনুসারে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে তদন্ত শুরু হবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন