সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলবাড়ীগেটে মুদি দোকান থেকে টিসিবি’র ২১৬ কেজি পেঁয়াজ উদ্ধার

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর ফুলবাড়ীগেট বাজারের ২নং গলির মুদি দোকান কামরুল ষ্টোর থেকে ৯ বস্তা (২১৬ কেজি) টিসিবি’র পেঁয়াজ উদ্ধার করেছে থানা পুলিশ।

১০ নভেম্বর বুধবার রাত সাড়ে ৮ টায় ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে খানজাহান আলী থানার এস আই আব্দুল হকের নেতৃত্বে কামরুল ষ্টোর থেকে ৯ বস্তা (২১৬ কেজি) পেঁয়াজ সহ মোঃ কামরুল ইসলাম (২৮)কে আটক করে থানায় নিয়ে যায়। থানায় নেয়ার পর কামরুল ষ্টোর এর সত্ত্বাধিকারী মোঃ কামরুল ইসলাম উক্ত পেঁয়াজের কোন বৈধ কাগজপত্র না দেখাতে পারায় তাকে আটক করা হয়।

এ ব্যাপারে খানজাহান আলী থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টিসিবি’র পেঁয়াজ অবৈধ ভাবে গুদামজাত ও বিক্রি করার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এস আই আব্দুল হক বাদী হয়ে মামলা করেছে। মামলা নং- ০৫, তারিখ-১১/১১/২০।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন