বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা প্রেসক্লাব আয়োজিত কেরাম প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া কেরাম (দ্বৈত) প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ইয়াসীন আরাফাত রুমী ও ইমাম হোসেন সুমন জুটি ২-০ সেটে আহমদ মুসা রঞ্জু ও নূর ইসলাম রকি জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

রানার আপ হন আহমদ মুসা রঞ্জু ও নূর ইসলাম রকি জুটি। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন এম এ হাসান ও মো. হেদায়েৎ হোসেন মোল্লা জুটি।

এর আগে কেরাম (একক) প্রতিযোগিতার ফাইনাল খেলায় আরফাত হোসেন অনিক ২-০ সেটে আহমদ মুসা রঞ্জুকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার আপ আহমদ মুসা রঞ্জু এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. এজাজ আলী।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন