বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

বিস্ফোরক আইনের মামলায় যুবলীগ নেতা কারাগারে

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজারে ২০১৮ সালে একদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আজিজুল বারি হেলালের গাড়িবহরে হামলা, ভাংচুরসহ বিস্ফোরণ ঘটনার মামলায় যুবলীগ নেতা এফ এম শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এফ এম শরিফুল ইসলাম উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক যুগ্ন আহবায়ক।

এ বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী হাচান খুলনা গেজেটকে বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন