বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

দিঘলিয়ায় নতুন ইউএনও হিসেবে আরিফুল ইসলামের যোগদান

নিজস্ব প্রতিবেদক

৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের আরিফুল ইসলাম দিঘলিয়া উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পূর্ববর্তী ইউএনও খান মাসুম বিল্লাহ’র কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।

আরিফুল ইসলাম ২০১৮ সালে রাঙ্গামাটিতে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর পর্যায়ক্রমে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার, খুলনা সদরের সহকারী কমিশনার এবং সর্বশেষ খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর খুলনা গেজেটের কাছে এক প্রতিক্রিয়ায় আরিফুল ইসলাম বলেন, আমি উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে কাজ করতে চায়। এ ব্যাপারে তিনি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

আরিফুল ইসলামের বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলায়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন