বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

দিঘলিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি-গান পাউডারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ বাদশা গাজী (৪২) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী। যৌথ বাহিনীর সদস্যরা আটকৃত বাদশার বাড়ি তল্লাশি চালিয়ে ১টি দেশীয় শুটারগান, ১ রাউন্ড পরিত্যক্ত গুলি ও আনুমানিক ১ কেজি গান পাউডার উদ্ধার করেছে।

এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দিঘলিয়া থানায় একটি মামলা হয়েছে। পুলিশ আটকৃত বাদশাকে আদালতের সোপর্দ করেছে।

যৌথ বাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ নভেম্বর) দিঘলিয়া উপজেলার গাজিরহাট বাজার সংলগ্ন এলাকায় ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকা সমূহে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদ বাদশা গাজীকে আটক করা হয়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন