বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

সুন্দরবনে পুনরায় সক্রিয় ডাকাত আসাবুর, অস্ত্র-গুলিসহ আটক

গেজেট ডেস্ক 

সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকা হতে ২ টি এক নলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজসহ ডাকাত আসাবুর (৪২) ও তার সহযোগী মো. আলমগীর মীরকে (২৮) আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন খুলনার দাকোপ থানার ঠাকুরবাড়ি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোস্ট ওয়ান্টেড এবং দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা ও তার সহযোগী মো.আলমগীর মীরকে ২ টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়। আসাবুর দীর্ঘদিন যাবৎ সুন্দরবন সংলগ্ন এলাকা হতে জেলেদের অপহরন করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল বলে জানা যায়।

তিনি আরও বলেন, আটককৃত ডাকাতরা খুলনা জেলার দাকোপ থানার সুতারখালী গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে দাকোপ থানায় ১টি অবৈধ অস্ত্র মামলা ও ২ টি ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন