বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

তেরখাদায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

তেরখাদা প্রতিনিধি

নৌবাহিনীর সদস্যদের নেতৃত্বে তেরখাদায় যৌথ অভিযানে মাদক ও দেশী অস্ত্র উদ্ধার হয়েছে। এ সময় মাদক কারবারী মো:মেহেদী হাসান রাজু ও তার মা ডেইজি বেগম আটক হয়েছেন।

নৌবাহিনী জানিয়েছে, বুধবার উপজেলার সদর ইউনিয়নের আদমপুর গ্রামে বুধবার যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রথমে রাজুকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে তাদের বাড়ির বিভিন্ন জায়গা হতে ইয়াবা, দেশীয় অস্ত্র এবং মাদক সেবনের বিভিন্ন সরন্জাম উদ্ধার করা হয়।

এ অভিযানে তেরখাদা থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটকৃত ব্যক্তিদেরকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন