বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

তেরখাদায় আ’লীগ নেতাসহ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলার ২নং বারাসাত ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হিরু শেখ (৪০) ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হোসাইন শেখ (২৭) কে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদেরকে গ্রেপ্তার করা হয়।

হিরু শেখ উপজেলার কাটেংগা এলাকার মোহাম্মাদ আলী শেখের পুত্র এবং হুসাইন আহমেদ তেরখাদা এলাকার নুর ইসলাম শেখের এর পুত্র।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা নং-১১, তারিখঃ ২৭ আগস্ট, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭ /৪২৭/১১৪ প্যানেল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যদি আইনে মামলা রয়েছে।

এ ব্যাপারে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম এমদাদুল হক জানান, গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে সোপার্দ করা হয়। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন