বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় সড়ক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীরর লবণচরা থানাধীন এলাকার টেক্সটাইল কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তরুণ নগরীর বয়রা কলেজ মোড় পিজিএফ কলোনির বাসিন্দা সাঈদুজ্জামানের ছেলে প্রান্ত শেখ (১৯)।

লবণচরা থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুজ্জামান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি খুলনা গেজেটকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন বন্ধু মিলে চা খেতে রূপসা যায়। ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রান্ত গ্যাস বেঝাই ট্রাকের নীচে চলে যায়। এ সময় ট্রাকটি তার শরীরের ওপর দিকে চলে গেলে ঘটনাস্থলে প্রান্ত শেখেরর মৃত্যু হয়।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন