বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মন্দিরে-মন্দিরে

তেরখাদা প্রতিনিধি

ব্যাপক উৎসাহসউদ্দীপনায় চলছে তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়নের শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা গড়ার কাজ শেষ করে কারিগররা দেবীদুর্গা সহ সকল প্রতিমায় রং তুলির শেষ আঁচরের কাজে ব্যস্ত সময় পার করছেন।

অন্যদিকে মন্দিরে মন্দিরে ডেকোরেশনের পাশাপাশি চলছে সাজ-সজ্জায় মন্দির প্রাঙ্গন সুন্দর করে তোলার জন্য সজ্জা শিল্পীদের প্রচেষ্টা। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবকে ঘিরে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সর্বাত্মক ব্যবস্থা।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ উপজেলায় এবার ৮৩ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্য আজগড়ায় ১৯ টি, বারাসাতে ১৩ টি, ছাগলাদাহে ৪ টি, সাচিয়াদাহে ৩৬ টি, তেরখাদা সদরে ১২ টি ও মধুপুর ইউনিয়নে ২ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা ও সাধারণ সম্পাদক শংকর কুমার বালা বলেন, সকল মন্ডপের পূজা কমিটির নেতৃবৃন্দদের সাথে কথা বলে জানতে পেরেছি তাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। আশা করি সবাই মিলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম এমদাদুল হক বলেন, পূজার শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। ষষ্ঠী পূজা থেকে বিসর্জন পর্যন্ত সেনাবাহিনী, আনসার, পুলিশের পাশাপাশি বিশেষ চারটি মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন