বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে জেএসডি’র বিক্ষোভ সমাবেশ

গেজেট ডেস্ক

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আইন-শৃঙ্খলার উন্নতি, সীমান্ত হত্যা বন্ধ এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে দেশব্যাপী দাবি দিবস উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টায় স্থানীয় খুলনা শহীদ হাদিস পার্কের দক্ষিণ গেটে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি খুলনা জেলা ও মহানগর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জেএসডি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসডি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও নগর সভাপতি লোকমান হাকিম।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর সাধারণ সম্পাদক এ এম রাশিদুল আহসান বাবলু, নগর নেতা মাহাতাব উদ্দিন কুদ্দুস, নগর নেতা ডাঃ এলপি গাইন, নগর নেতা কামরুজ্জামান সাদ, ছাত্রনেতা মা-আজ। যুবনেতা মমিনুদ্দিন মামুনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন রাইসুল ইসলাম রাফি, ছাত্রনেতা মাহিন হোসেন প্রমুখ।

বক্তারা রাষ্ট্রের সকল পর্যায়ে সংস্কার করার উপর জোড় তাগিদ দেন। সংস্কারবিহীন জাতীয় নির্বাচন হলে পুনরায় জাতি ফ্যাসিবাদের খপ্পরে পরতে পারে। সেকারনে বর্তমান উপদেষ্টা পরিষদ যতদিন প্রয়োজন রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার সাধনের পর একটি জাতীয় নির্বাচন জাতি প্রত্যাশা করে। দ্রব্যমূল্য আশু নিয়ন্ত্রণে আনার দাবি এবং দেশে অন্যায়-অবিচার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার আহবান জানান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন