বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা প্রেসক্লাবের নবগঠিত অন্তর্বর্তীকালীন কমিটিকে ফটো জার্নালিস্টদের শুভেচ্ছা 

গেজেট ডেস্ক

খুলনা প্রেসক্লাবের নবগঠিত অন্তর্বর্তীকালীন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল (মঙ্গলবার) বিকেলে প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ কামরুল আহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির নির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান মিলটন, আহমদ মুস রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য মো. রাশিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক রানা, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সহ-সভাপতি দেবব্রত রায় ও আরজি উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক এম এম মিন্টু, সাগর সরকার ও মো. হেলাল মোল্লা, কোষাধ্যক্ষ মো. সোহেল রানা, সদস্য এস এম বাহাউদ্দিন, ওবায়দুল হক তালুকদার, গাজী সেলিম, শাহ পাভীন শিল্পি , মোঃ জাহিদ প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন