বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

‘লুটতরাজ ও দখলদারিত্ব নির্মূল না হলে অর্জিত গণতন্ত্র বিফলে যাবে’

গেজেট ডেস্ক 

বটিয়াঘাটা উপজেলা নাগরিক ঐক্য আয়োজিত কর্মীসভায় বক্তারা বলেন, স্বৈরশাসনের অবসান হলেও লুটতরাজ ও দখলদারিত্বের কারণে অর্জিত গণতন্ত্রের সুফল মানুষ ভোগ করতে পারছে না। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে লুটেরাদের আইনের আওতায় আনতে হবে। অর্জিত গণতন্ত্রের সুফল ভোগ করার জন্য সকলকে সুষ্ঠূ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নামতে হবে।

বক্তারা শহিদদের স্বপ্ন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানবিক, গণতন্ত্র ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বারভূইয়া এলাকায় এক কর্মীসভায় বক্তার এ দাবি তোলেন।

বক্তারা বলেন, পতিত সরকারের দোষররা নানা পরিচয়ে নতুন করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মাঠে নেমেছে। এরা মূলত স্বৈরাচারের আজ্ঞাবহ দাস।

স্থানীয় সমাজকর্মী ফারুক হোসেন শেখ সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের জেলা সংগঠক এ্যাড. আব্দুল মজিদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন দলের নগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন