বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ডা. মোস্তফা কামাল ড্যাবের কেউ না, শাস্তি দাবি বিএনপি সমর্থিত চিকিৎসক নেতাদের

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চলমান অচলাবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।এর সঙ্গে জড়িত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের চলতি দায়িত্বে নিয়োজিত সহযোগী অধ্যাপক ডাঃ মোস্তফা কামাল ড্যাবের কেউ নন উল্লেখ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ড্যাব নেতারা।
বুধবার যৌথ বিবৃতিতে ড্যাবের খুলনা মহানগর সভাপতি ডা. মোস্তফা কামাল এবং জেলা সভাপতি ডা. রফিকুল হক বাবলু বলেন,  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের চলতি দায়িত্বে নিয়োজিত সহযোগী অধ্যাপক ডাঃ মোস্তফা কামাল সম্প্রতি খুলনা মেডিকেল কলেজে তার অপ্রাতিষ্ঠানিক কাজের মাধ্যমে কলেজ ও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম স্থবির করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্বার্থান্বেসী মহল তাকে ড্যাবের সদস্য হিসেবে প্রচার চালিয়ে ড্যাবকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ডাঃ মোস্তফা কামালের সাথে ড্যাবের খুলনা জেলা ও মহানগর শাখার সাথে কোন সম্পৃক্ততা নেই। আমরা তার এহেন কাজের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
একদিকে সকালে পৃথক এক বিবৃতিতে ড্যাবের জেলা সভাপতি ডা. রফিকুল হক বাবুল বলেন, ডা. মোস্তফা কামাল আওয়ামী সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক সংগঠনের (স্বাচিপের) নেতারাদের সঙ্গে ওঠাবসা করতেন। স্বাচিপের সহযোগিতা নিয়ে মেডিকেল কলেজে চাকরিরত রয়েছেন। স্বাচিপ নেতাদের নির্দেশে তিনি এই ঘটনা ঘটাতে পারেন।
খুলনা গেজেট/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন