বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়া বিএনপি’র আহবায়ক পদ থেকে মফিজকে অব্যহতি

গেজেট ডেস্ক 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে মোল্লা মোশাররফ হোসেন মফিজকে।

রোববার (১ সেপ্টেম্বর) প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। স্থানীয়ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মোল্লা মোশাররফ হোসেন মফিজকে ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়কের পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। তিনি জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন; তবে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা প্রতিপালনে যত্নশীল হতে সাবধান করে দেয়া হয়েছে তাকে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন