বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

সম্প্রীতি রক্ষায় খুলনার ৩১টি ওয়ার্ড ৩ ইউনিয়নের সুধি সমাবেশ করবে বিএনপি

গেজেট ডেস্ক 

জনমনে শান্তি ফিরিয়ে আনতে খুলনা নগরীর ৩১টি ওয়ার্ড ও ৩ ইউনিয়নে স্থানীয়  রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ ( আওয়ামী লীগ বাদে), সুধীসমাজের সাথে সুধিসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
রবিবার (১১ আগস্ট) মহানগর বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও থানা বিএনপির আহবায়ক সদস্য সচিবদের যৌথ মিটিং এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতাকর্মী যাতে দলের মধ্যে অনুপ্রবেশ করতে না পাওে সেজন্য সকলকে সর্তক থাকার আহবান জানিয়েছেন।
মহানগর বিএনপির  আহ্বক্য়স শফিকুল আলম মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স. ম. আ. রহমান, বেগম রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি ও হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), হাফিজুর রহমান মনি, জাহিদুল ইসলাম, মুর্শিদ কামাল, মোল্লা ফরিদ আহমেদ, সাজ্জাদ আহমেদ পরাগ, হাবিবুর রহমান বিশ^াস, শেখ ইমাম হোসেন প্রমূখ।
 সভা থেকে নগরীর কোন ওয়ার্ডে পরাজিত শক্তির কারো সাথে সখ্যতা বা দলে যোগদানের কোন প্রকার কর্মকান্ড করা যাবে না বলে হুশিয়ারি প্রদান করা হয়। সভা থেকে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির ভাবমুর্তিকে জনমনে আরো উজ্জল করার জন্য দায়িত্ব নিয়ে কাজ করার নির্দেশ প্রধান করা হয়। সভায় থেকে সুধিসমাবেশ সফল করতে চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী ও হাসানুর রশিদ মিরাজকে সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করা হয়।

কারণ দর্শানো নোটিশ প্রদান: নৈতিক স্খলজনিত অপরাধের সুর্নিদিষ্ট অভিযোগ পাওয়ায় মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকে কারণদর্শানো নোটিশ দিয়েছে বিএনপি। রবিবার (১১ আগস্ট) প্রদত্ত কারণ দর্শানো নোটিশের জবাব ৪৮ ঘন্টার মধ্যে দিতে হবে বলে নোটিশে নির্দেশ প্রদান করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন