Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

স্বাস্থ্যবিধি মেনে খুলনায় কোরবানির পশুর হাটের উদ্বোধন ২৬ জুলাই

নিজস্ব প্রতিবেদক

প্রতি বছরের মতো এ বছরও পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর জোড়াগেট বাজার চত্বরে আগামী ২৬ জুলাই থেকে ঈদের দিন সকাল পর্যন্ত কোরবানির পশুর হাট বসবে।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে পশুর হাটে জীবাণুনাশক টানেল স্থাপন, স্বাস্থ্যবিধি রক্ষা করে হাট পরিচালনা করা হবে। হাটে প্রবেশের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে। হাটে প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। বয়স্ক ও শিশুরা পশুর হাটে প্রবেশ করতে পারবেন না।

www.Kcchaat.com এই অনলাইনের মাধ্যমেও পশু ক্রয় এবং বিক্রয় করা যাবে। পশুর হাটে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জাল নোট শনাক্তকরণ, কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায়সহ সকল আধুনিক ব্যবস্থাপনা থাকবে।

সার্বক্ষণিক পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসার সুব্যবস্থা, পরিস্কার- পরিচ্ছন্ন পরিবেশে খাবার হোটেলের ব্যবস্থা, আধুনিক পাবলিক টয়লেট এবং ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে ২৪ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা থাকবে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আগামী ২৬ জুলাই বেলা ১১টায় এই কোরবানির পশুর হাটের উদ্বোধন করবেন। এই কোরবানির হাটে শুধুমাত্র রুজভেল্ট জেটি দিয়ে পশু প্রবেশ করবে এবং বিক্রিত পশু শুধুমাত্র প্রধান গেট দিয়ে বের হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন