সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় অপহৃত কলেজ ছাত্রী এক সপ্তাহেও উদ্ধার হয়নি

ফুলতলা প্রতিনিধি

ফুলতলায় গত এক সপ্তাহেও অপহৃত কলেজ ছাত্রী সুমাইয়া আমিন টুম্পা (১৬) উদ্ধার হয়নি। এদিকে অপহৃতার মা আসমা বেগম বাদি হয়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। তবে পুলিশ এজাহারভুক্ত কোন আসামীকে আটক করতে পারেনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর সন্ধ্যায় ফুলতলা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও দামোদর উত্তরপাড়ার মোঃ রহুল আমিন শেখের কন্যা সুমাইয়া আমিন টুম্পাকে তাদের বাড়ির সামনে থেকে একই এলাকার সৈয়দ কবিরের পুত্র সৈয়দ রাব্বি (১৯) এর নেতৃত্বে অপহরণ করা হয়। অপহৃতার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুজি ও উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে ১ নভেম্বর সুমাইয়ার মা আসমা বেগম বাদি হয়ে সৈয়দ রাব্বিসহ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এজাহারের অপর আসামীরা হলো দামোদর গ্রামের মৃতঃ সৈয়দ শারাফাত হোসেনের পুত্র সৈয়দ কবির (৫০), সৈয়দ কবিরের স্ত্রী মোসাঃ রোজিনা বেগম (৪০) এবং দক্ষিণডিহি গ্রামের মোঃ শুকুর শেখের পুত্র শিফাত শেখ (৩৫)। অপরদিকে ভিকটিম উদ্ধার এবং আসামী গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দর্জি জাফর আলী জানিয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন