বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

রূপসার বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসা উপজেলার সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. আবদুল্লাহ হাবিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শামীম রেজা বাদি হয়ে খুলনায় মামলাটি দায়ের করেন।

মামলায় তার বিরুদ্ধে ১১ লাখ ৪৩ হাজার ৭২৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

শামীম রেজা জানান, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবদুল্লাহ হাবিব। এই সময়ে ভুয়া বিল ভাউচার তৈরি করে বিভিন্ন জিনিস কেনা এবং অনুষ্ঠান আয়োজন বাবদ টাকা উত্তোলন করে আত্মসাত করেন।প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/ হিমালয়

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন