Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

একদিনের রিমান্ডে ঝিলু মুন্সী

তেরখাদা (খুলনা) প্রতিনিধি

তেরখাদার তরিকুল ইসলাম ওরফে ঝিলু মুন্সীকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৯ জুলাই) খুলনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা তেরখাদা থানার এস আই লিটন বিশ্বাস।

তিনি বলেন, ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আরও তিন দিনের রিমান্ড চাইবো।

উল্লেখ্য, গত ৯ জুলাই রাতে উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর এলাকা থেকে সন্ত্রাসী ঝিলু মুন্সিকে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক রাতেই পুলিশ অভিযান চালিয়ে আটলিয়ায় তার বাড়ি থেকে বিদেশী পিস্তল উদ্ধার করে। এ ঘটনায় ১০ জুলাই থানায় অস্ত্র আইনে একটি মামলা (নং ৫) দায়ের হয়।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন