বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

বিক্রয় প্রতিনিধি জোটের খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে পঁচিশ লাখ বিক্রয় পেশাজীবীদের এক ছাতার নিচে নিয়ে আনা এবং তাদের অধিকার বাস্তবায়নের লক্ষে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন। বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট খুলনা বিভাগ এ সম্মেলনের আয়োজন করে।

শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় নগরীর ১৯ ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংগঠন শক্তিশালী হলে কর্মীরা লাভবান হবে। আর সেই জন্য সংগঠনকে শ্রম অধিদপ্তরের অনুমোদন নিয়ে আরও বেগবান করতে হবে। তা হলে কর্মীরা উপকৃত হবে।

সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজির ইমরান।

বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার মো. মোস্তফা কামাল, কাউন্সিলর জাকির হোসের বিপ্লব, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মিঠু দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের খুলনা বিভাগীয় সাবেক সমন্বয়ক মো. আলামীন হুসাইন।

সার্বিক তত্ত্ববধায়নে ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের জেলা সভাপতি তুষার বাড়ৈ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন