বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা পিআইডি’র দায়িত্বভার গ্রহণ করলেন ম. জাভেদ ইকবাল

নিজস্ব প্রতিবেদক

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) উপপ্রধান তথ্য অফিসার (ডিপিআইও) হিসেবে ম. জাভেদ ইকবাল রবিবার (৭ জুলাই) দায়িত্বভার গ্রহণ করেছেন।

ম. জাভেদ ইকবাল থেকে খুলনা পিআইডি’র ডিপিআইও এ এস এম কবীর এর নিকট থেকে দায়িত্বভার বুঝে নেন। ম. জাভেদ ইকবাল গত ৩০ জুন খুলনা পিআইডিতে যোগদান করেন। এর আগে তিনি বরিশাল পিআইডিতে ডিপিআইও হিসেবে কর্মরত ছিলেন।

ম. জাভেদ ইকবাল ১৮তম বিসিএস এর মাধ্যমে ১৯৯৯ সালে তথ্য ক্যাডারে চাকরি শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন