বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দিলো কেইউজের আহবায়ক কমিটি 

গেজেট ডেস্ক

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নবনির্বাচিত সম্রাট মহেন জাহিদ পরিষদের কাছে সোমবার দায়িত্ব হস্তান্তর করে আহবায়ক কমিটি। খুলনা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আহবায়ক এস এম জাহিদ হোসেন নবনির্বাচিত সভাপতি মো: সাঈয়েদুজ্জামান সম্রাটের কাছে নথিপত্র হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদসশ এস এম হাবিব, মো: শাহ আলম, মোজাম্মেল হক হাওলাদার ও এনামুল হক, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ খুলনার যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা জামাল পপলু , খুলনা টিভি রিপোর্টার ইউনিটির সদস্য সচিব বাবুল আক্তার, খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন, সহ-সভাপতি আমিরুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, কোষাধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার ও নির্বাহী সদস্য লিয়াকত হোসেন ও উত্তম সরকার প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন