বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র নিষেধাজ্ঞা

গেজেট ডেস্ক

খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে খুলনা মহানগর এলাকায় আগামী ৩০ জুন হতে ১১ আগস্ট তারিখ পর্যন্ত ২০২৪ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা চলাকালীন নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে।

আদেশসমূহ হলো- পরীক্ষার দিন সকাল ০৮.০০ ঘটিকা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে ৫(পাঁচ) বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ওই জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না। এছাড়া পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ওই জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।

উল্লেখ্য, খুলনা মেট্রোপলিটন এলাকার ২৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানানো হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন