বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কেএমপি’র অভিযানে ১ লাখ টাকার জালনোট সহ গ্রেপ্তার ১

গেজেট ডেস্ক 

খুলনায় ১ লাখ জাল টাকাসহ এক জনকে আটক করেছে কেএমপি’র গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৪ জুন) নগরীর খালিশপুর থানাধীন জোড়াগেট সংলগ্ন কোরবানির পশুর হাটের মেইন গেইটের উত্তর পাশে বিশেষ অভিযান পরিচালনা করে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

আটককৃত গোপালগঞ্জ থানার মৃত: আব্দুল হালিম মোল্যা ছেলে মো. মামুন মোল্যা(৩৫) । এ সময় তাদের কাছ থেকে ১ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়।শনিবার (১৫ জুন) কেএমপি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত চোরাকারবারীর বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন