বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় ওয়ান শুটারগান উদ্ধার

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামের প্রভাষক মনিরুল হকের বাড়ির পরিত্যক্ত রান্নাঘর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) উদ্ধার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার তার বাড়িতে অভিযান চালিয়ে এটি উদ্ধার করে পুলিশ।

ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ শাহিনুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামের মৃত মাওলানা মোহাম্মদ আলীর ছেলে অধ্যাপক মনিরুল হক’র বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানের ভিত্তিতে তার বাড়ির আঙিনায় পরিত্যক্ত রান্নাঘরের চুলার মাটি খুঁড়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) উদ্ধার করা হয়। তবে অভিযান অব্যাহত থাকায়, তিনি বিস্তারিত কিছু বলেন নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন