বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপি

নিজস্ব প্রতিবেদক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হয়েছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ওই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে তাদের দু’জনকে মনোনয়ন প্রদান করেন।

আব্দুস সালাম মূর্শেদী গত সিন্ডিকেট কমিটিরও সদস্য ছিলেন। এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো সদস্য নির্বাচিত হলেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, মানব সম্পদ শাখা- ১ ‘র উপ-সচিব মোঃ মাহবুব জামিল এই সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেন। ইতিমধ্যে স্বাক্ষরিত পত্র দুই সংসদ সদস্যের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

আব্দুস সালাম মূর্শেদীর প্রেস সেক্রেটারি মোমেন পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন