বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় ব্যবসায়ীর আত্মহত্যা

ডুমুরিয়া

ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনায় ভাইয়ের উপর অভিমান করে শরীফুল ইসলাম (৩৫) নামে দুই সন্তানের পিতা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার(৩জুন) দুপুরে উপজেলার শোভনা মৌলবী পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার মফিজুর রহমান গাজীর ছেলে ধান ব্যবসায়ী শরীফুল ইসলামের আপন সহোদরের সাথে ব্যবসায়ী সংক্রান্ত বিষয়ে তর্ক-বিতর্ক হয়। তার‌ই জের ধরে ঘটনার দিন দুপুরে নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলতে থাকে। এ সময় পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন