বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় ঠিকাদারসহ পাউবোর ২ প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

নদীতে শিট পাইলিংয়ে অনিয়মের অভিযোগে ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- খুলনার গগনবাবু রোডের বাসিন্দা মেসার্স আমিন অ্যান্ড কোং এর স্বত্বাধিকারী মো. রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাতক্ষীরা-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাকারিয়া ফেরদাউস ও উপ-সহকারী প্রকৌশলী অনি দাস।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, একটি প্রকল্পের আওতায় মাটিতে ৬ মিটার দৈর্ঘ্যের এবং দশমিক ৪ মিটার প্রস্থের ২৪০টি সিট পাইলে স্থাপনের কথা ছিল। গত ১৪ মে দুদকের একটি টিম কাজের স্থান পরিদর্শন করে এবং দ্বৈবচয়নের ভিত্তিতে মাটির গভীর থেকে দুটি সিট পাইল উত্তোলন করে। দেখা যায়, পাইলের দৈর্ঘ্য ৩ মিটার। অথচ সেখানে ৬ মিটার দৈর্ঘ্যর পাইপ স্থাপনের কথা ছিল।

পরে জিজ্ঞাসাবাদে উপ-সহকারী অনি দাস জানান, মাটির গভীরে স্থাপন করা ১০৩টি শিট পাইলের দৈর্ঘ্য ৩ মিটার। এরইমধ্যে ৬ মিটার দৈর্ঘ্য হিসাব করে ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়েছে। সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশে ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন