Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

রূপসায় কলেজ ছাত্র খুন

নিজস্ব প্রতিবেদক

জেলার রূপসার নৈহাটি মোড়ে সুমন শেখ (২৬) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমনকে হত্যা করা হয়। পুলিশ রেজাউল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন খুলনা গেজেটকে বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে সুমনকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার সাথে মাহমুদুল্লাহ নামে এক যুবকের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মাহমুদুল্লাহর মামা রেজাউলকে আটক করা হয়েছে।

এলাকাবাসী জানায়, সুমন রূপসা কলেজে ডিগ্রীতে লেখাপড়া করে। রাতে নৈহাটি মোড়ে সুমনের সাথে বাকবিতন্ডের এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। প্রথমে সুমনকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থা খারাপ হলে  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

 

খুলনা গেজেট / এনআইআর / বশির

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন