বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় এমএএফ’র খাবার পানি ও স্যালাইন বিতরণ

গেজেট ডেস্ক

মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ) খুলনা জেলা শাখার পক্ষ থেকে তীব্র তাপদাহে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। সোমবার (০৬ মে) বেলা ১২টার দিকে নগরীর কোর্ট মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন এমএএফ এর সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেহানা ইসা, খুলনা জেলা মহিলা দলের সভাপতি তাসলিমা খাতুন ছন্দা, খুলনা মহানগর মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জেসমিন সুলতানা, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান জিয়া, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সহ-সম্পাদক কামরুন্নাহার হেনা, খুলনা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ আক্তার, হালিমা খাতুন শিউলি, আয়শা আক্তার রিপা, জেসমিন আফরোজা বিথী, আব্দুর রশীদ, মেহেদী হাসান দীপু, সমাজ কর্মী শামীমা সুলতানা শীলু, সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনা রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, ইলেক্টোরাল প্রোগ্রাম এসিস্ট্যান্ট সিলমী সাদিয়াসহ বিএনপি, আওয়ামী লীগ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন