বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

জামিআ’ ইসলামিয়া উসওয়ায়ে হাসানা মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

গেজেট ডেস্ক

 

জামিআ’ ইসলামিয়া উসওয়ায়ে হাসানা মাদরাসার বুখারী শরিফের প্রথম দরস প্রদান এবং ৬ তলা বিশিষ্ট মসজিদ কাম মাদরাসার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ। শনিবার (২৭ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসেবে মাদরাসার ৬ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন খুলনার-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল। বিশেষ অতিথি থাকবেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী আমিনুল হক।

এছাড়া রাত ৯ টায় বুখারী শরীফের প্রথম (দরস) পাঠদান অনুষ্ঠান।এতে প্রধান অতিথি থাকবেন সুলতানুল ওয়ায়েজীন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী। সাধারণ মানুষদের যাতে বুখারী শরীফের বরকতে শামিল করার জন্য খোলা মাঠেই বুখারী শরীফের দরজ প্রদান হবে। মহিলাদের পর্দা সহকারে বসার সুব্যবস্থা থাকবে।

মাদ্রাসার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসাভবন নির্মাণ করতে ফাউন্ডেশনসহ প্রথম তালায় খরচ হবে এক কোটি টাকা। মাদ্রাসা নির্মাণে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

সাহায্য পাঠানোর ঠিকানা : ২০ ৫০ ৭০ ৫০ ২০ ০০ ৭১ ৩৩ ১১ ( ইসলামি ব্যাংক, বয়রা শাখা, খুলনা) বিকাশ নাম্বার :  ০১৭১২-০৭০০৬১




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন