বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনা-মোংলা মহাসড়কের লতা বাইপাস মোড়স্থ খুলনা রিজিওনাল ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ‘র সামনে থেকে মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে আনুমানিক ৫৮ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে আড়ংঘাটা থানা পুলিশ।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আল মামুন খুলনা গেজেটকে বলেন, বিকাল আনুমানিক সাড়ে ৪ টার দিকে খবর পেয়ে উক্ত স্থান থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরো জানান,  নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বলা যাবে না কিভাবে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে থানায় একটি জিডি হয়েছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন