বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২
উপজেলা নির্বাচন

তেরখাদা-ফুলতলা-দিঘলিয়ায় ৩৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক

৬ষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনে খুলনার তেরখাদা, ফুলতলা ও দিঘলিয়া তিনটি উপজেলায় ৩৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (২১ এপ্রিল) বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা অনলাইনে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

তেরখাদা উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলমগীর হোসেন, মো. সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ও আবুল হাসান শেখ। ফুলতলা উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ আবিদ হোসেন, বিলকিছ আক্তার ধারা, শেখ আকরাম হোসেন, শেখ আকতার হোসেন, মো. সাব্বির হোসেন ও জুবাইদা খান সুরভী। এছাড়া দিঘলিয়া উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোল্লা আকরাম হোসেন, মো. মহিউদ্দীন মল্লিক, মো. জাকির হোসেন, গাজী মো. এনামুল হাচান মাসুম ও শেখ মারুফুল ইসলাম।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫ জন। এরমধ্যে তেরখাদা উপজেলায় মো. তবিবুর রহমান, বাবুল মিনা, এসএম ওবায়দুল্লাহ, মো, শরাফত হোসেন ও শেখ মো. আনিচুল হক, ফুলতলা উপজেলায় কেএম জিয়া হাসান তুহিন, আবু তাহের ও শেখ ইকবাল হোসেন, দিঘলিয়া উপজেলায় মো. বজলুর রহমান ফকির, মো. আলী রেজা, মো, আসুদুজ্জামান, ইমামুল ইসলাম, মো, ইনামুল শেখ, গোবিন্দ মন্ডল ও সৈয়দ জামিল মোরশেদ।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। তারা হলেন, তেরখাদার মলিনা খাতুন, পাখী রানী বিশ্বাস, শামীমা আক্তার ও আঞ্জুয়ারা সুমি, ফুলতলা উপজেলার নাসরিন আক্তার, নাছিমা বেগম ও শেখ মমতাজ শিরীন, দিঘলিয়া উপজেলার রেক্সোনা আজম ও ফারজানা ফেরদৌস।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শামীম মাহমুদ জানান, রোববার দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। শেষদিনে অনলাইনে তিন উপজেলার ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী রয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল থেকে পর্যায়ক্রমে তিনটি উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। এ ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন