বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে টুঙ্গিপাড়া বাস থেকে ১২টি স্বর্ণের বারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ১২টি স্বর্ণের বারসহ মাসুম বিল্লাহ নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) দুপুরে খুলনা মহানগরীর জিরো পয়েন্টে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস থেকে তাকে আটক করা হয়। আটক মাসুম বিল্লাহ সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাকড়া গ্রামের আলম গাজীর ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারতে পাচারের উদ্দেশে ঢাকা থেকে স্বর্ণের বার বাসে করে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই বাসের যাত্রী মাসুম বিল্লাহ’র জুতার নিচে কৌশলে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন