বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনে ৬০ কেজি হরিণের মাংসসহ ৩ হরিণ শিকারিকে আটক করা হয়েছে। খুলনার দাকোপ উপজেলার শিবসা নদীর মারগীর বাওন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে তাদেরকে আটক করা হয়।

শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার খুলনা জেলার দাকোপ উপজেলার শিবসা নদীর মারগীর বাওন সংলগ্ন সুন্দরবন এলাকায় কোস্ট গার্ডের স্টেশন কয়রা ও আউটপোস্ট নলিয়ান বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কাঠের নৌকাসহ ৩ জন হরিণ শিকারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬০ কেজি জবাই করা হরিণের মাংস, ৩টি মাথা, ৮টি পা, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটক হরিণ শিকারি ও উদ্ধার করা হরিণের মাংসসহ সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন