বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  খুলনা জেলা শাখার মাসিক বৈঠক  শনিবার সকাল সাড়ে ৮ টায় জেলা কার্যালয়ে জেলা সভাপতি মুহাম্মদ ফরহাদ মোল্লা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
মাসিক বৈঠকে সংগঠনের এপ্রিল মাসের বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করা হয় এবং কেন্দ্র নির্ধারিত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও চলতি মাসে ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখ  উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রশিক্ষণ সম্পাদক মো. হাবিবুল্লাহ শেখ এর কুরআন তিলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু হয়। এতে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মো. নাঈমুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. শরিফুল ইসলাম , মো. হাবিবুল্লাহ , মো. সাইদুল ইসলাম, মহিবুল্লাহ হাওলাদার সোহান, মো. আব্দুল আলিম, মো. শাহরিয়ার নয়ন, মো. মাসুম বিল্লাহ, মো. আবু নাঈম গোলদার, মো. মইন ঊদ্দীন, মো. মীর রেস্তাদুল, মো. আরফাত জামিল, মো. হাসিবুর রহমান পান্নু সহ প্রমুখ নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন