বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রাজবাড়ী মোড়ে এই দূর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, সোমবার দুপুর ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রাজবাড়ী মোড় নামক স্থানে রাস্তা পার হচ্ছিলেন পার্শ্ববর্তী মঠবাড়ি গ্রামের আফাজ উদ্দীন মোড়লের ছেলে আব্দুল লতিফ (৫৬)। এ সময় চুকনগরের দিক থেকে ছেড়ে আসা দ্রুতগতি সম্পন্ন একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে যান। এতে তিনি মারাত্মক আহত হন, মুমূর্ষ অবস্থায় চিকিৎসার জন্য খুলনায় নেয়ার সময় পথিমধ্যে তিনি মৃত্যু বরণ করেন। মাইক্রোবাসটি পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ব্যাপারে বিস্তারিত জানার জন্যে চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানার ওসির নাম্বারে কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন