Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চাঁদাবাজী মামলার তিনদিনেও গ্রেফতার হয়নি ঘাটভোগ ইউপি চেয়ারম্যান সাধন

নিজস্ব প্রতিবেদক

চাঁদা না দেয়ায় ঠিকাদারকে মারপিটের অভিযোগ উঠেছে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধন অধিকারীর বিরুদ্ধে। এঘটনায় রূপসা থানায় ইউপি চেয়ারম্যানসহ ৫জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। গেল ১৫ জুলাই রাতে মামলাটি দায়ের করা হয়। মামলার তিনদিনেও ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এজাহার সুত্রে জানা যায়, রূপসার আলাইপুর গ্রামের আব্দুর রউফ সিকদার স্থানীয় ব্রীজের পাশের রাস্তায় বালু ভরাটের কাজ করছেন। কাজের শুরু থেকেই ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধন অধিকারীসহ তার অনুসারীরা এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। দাবিকৃত চাঁদা না দেয়ায় গত ১৪ জুলাই চেয়ারম্যান সাধন অধিকারীসহ ৫/৬জন আলাইপুর গিয়ে রউফ সিকদারের ওপর স্বশস্ত্র হামলা করেন। এঘটনার পরের দিন আব্দুর রউফ সিকদার বাদী হয়ে রূপসা থানায় চেয়ারম্যান সাধন অধিকারীসহ ৫জনের নামে চাঁদাবাজি মামলা দায়ের করেন।

রূপসা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, চেয়ারম্যান সাধন অধিকারীকে এক নম্বর আসামী করে ৫জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজি মামলা থানায় দায়ের হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা রূপসা থানার ওসি (তদন্ত) সরদার ইব্রাহিম হোসেন সোহেল বলেন, মামলার পর থেকেই সকল আসামী পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন