বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় ডা. হাবিবুর রহমানের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

খুলনার প্রথিতযশা দন্ত চিকিৎসক ও ডেন্টাল সোসাইটির সভাপতি ডা. এস হাবিবুর রহমান (৮০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার(২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ২টার সময় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিতসহ নানা রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার(২৫ ফেব্রুয়ারি) বাদ জোহর খুলনা নগরীর ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুমের মরদেহ নগরীর নিরালা কবরস্থানে দাফন করা হয়। তিনি গরীব রোগী চিকিৎসা করে এলাকায় সুনাম অর্জন করেছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন